Posts

Showing posts from July, 2019

Top 10 Biggest Riches Man In World

Image
Biggest Riches Man In World No 1 .  JEFF BEZOS  American Businessman Investor & Philanthropist Founder of Amazon. Net Worth $142.4 Billion. Indian Currency RS.994,000 Crore. Biggest Riches Man In World No 2 .  BILL AGATES  American Business magnate , Investor , Speaker & Philanthropist Humanitarian & Author Founder of Microsoft. Net Worth $96.4 Billion. Indian Currency RS.684,000 Crore. Biggest Riches Man In World No 3 .  WARREN BUFFET American Business Magnate , investor Speaker & Philanthropist CEO Berkshire Hathaway. Net Worth $84.3 Billion. Indian Currency RS.598,000 Crore. Biggest Riches Man In World No 4 .  BERNARD ARNAULT French Business Magnate , Investor & Art Collector Chief Officer LVMH Luxury Goods Company. Net Worth $73.7 Billion. Indian Currency RS.523,000 Crore. Biggest Riches Man In World No 5 .  CARLOSSLIM Mexican Business Magnate , Engineer ...

এবার ফেইসবুক এর জরিমানা দিতে হবে US Government কে ।

Image
KnowlageBook নিউজ পোর্টাল :   US Government / US Federal System ফেইসবুক আর ওপর জরিমানা করেছে।   কমপক্ষে ৫ মিলিয়ন ডলার , যা ভারতীয় টাকাতে কমপক্ষে ৩৫,০০০ কোটি টাকা হবে।   কারণ এটাই ফেসবুক বেশ কটা দিন ধরে ,আপনার আমার ফেইসবুক এ থাকা যত   ( গুপ্ত ডাটা   ) গুলো মিসিং করে অন্য কোম্পানি কে বিক্রি করছিলো।   সেটা US Government এর কাছে ধরা পরে যাবার জন্য , আজ ফেইসবুক জরিমানা দিতে হছে US Government কে , নিউস টি শেয়ার করে জানিয়ে দিন সবাই কে।

অপরাধী ধর্ষকের শরীরে দেয়া হবে নপুংসক ইঞ্জেকশন, পাশ হল নতুন আইন

Image
KnowlageBook নিউজ পোর্টাল:  ধর্ষণ যেন আজ মহামারীর রূপ ধারণ করেছে। কোনো সাজাই দমাতে পারছে না ধর্ষকদের এই ঘৃণ্য কাজ। এবার শিশু ধর্ষণ রুখতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে পাস হয়েছে এক নতুন আইন। ১৩ বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণ করলে ধর্ষককে ইঞ্জেকশন দিয়ে বা ওষুধের মাধ্যমে একেবারে নপুংসক করে দেওয়া হবে, বলা হয়েছে এই আইনে। ১৩ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচাতেই এই আইন পাশ করা হয়েছে। এই ইঞ্জেকশনের বিশেষত্ব হচ্ছে একবার শরীরে পুশ করলে ধর্ষক আর দ্বিতীয়বার কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না৷ সারা জীবনের জন্য সে হয়ে যাবে নপুংসক। বাকি জীবন বয়ে বেড়াতে হবে নিজের এই পাপের ভয়ানক শাস্তি। ওই আইনে বলা হয়েছে, অপরাধী যতদিন জেলে থাকবেন ততদিন তাকে ইঞ্জেকশন দেয়া হবে না। তবে প্যারোলে জেল থেকে ছাড়া পাওয়ার পর তার শরীরে এই ইঞ্জেকশন পুশ করা হবে। যদি দোষী কোনো কারণে ইঞ্জেকশন নিতে রাজি না হন, তবে আজীবন তাকে জেলেই থাকতে হবে৷ তিনি আর কখনোই জেলের বাইরে আসতে পারবেন না।