Posts

Showing posts from April, 2020

এবার বাড়িতে বসে সহজ ভাবে Step By Step Filpkart এ Registration করুন।

Image
এবার  আপনি বাড়িতে বসেই পারবেন নিজের অনলাইন ব্যবসা করতে খুবই সহজ পদ্ধতিতে ,  Flipkart এর সাথে ব্যবসা   করার জন্য আপনাকে এখন অন্য কোথাও যেতে হবে না , আপনি এখন   থেকে বাড়িতে বসেই Online Registration করতে পারবেন । এর জন্য কোম্পানি থাকে আপনার কাছে কোনো রকম টাকা পয়সা চাওয়া হয়না , শুধু মাত্র কিছু   Document   এর দরকার পরে আপনার কাছে , সেই সেই   Document   আপনার কাছে   থাকা খুবই জরুরি । তাহলে চলুন জানাযাক আমাদের কি কি Document  এর প্ৰয়োজন Number  1 – GST Number Number  2 - Trademark Certificate Number 3 – Business  Email ID Number  4  - Mobile Number Number  5  - Current Account ( Bank ) Number  6  - PAN Card আপনি এই Document গুলো একসাথে নিয়ে , logging করুন www.seller.flipkart.com নাহলে এখন এ দেব Link এ click কোরে  logging  করতে পারেন । https://seller.flipkart.com/sell-online/ তাহলে চলুন আবার আমরা আস্তে আস্তে...