লাগবে না ৬ পয়সা, jio-র গ্রাহকদের জন্য সুখবর এক রিচার্জেই সব ফ্রি !

Note :-  লাগবে না ৬ পয়সা, jio-র গ্রাহকদের জন্য সুখবর এক রিচার্জেই সব ফ্রি !

ICU চার্জের জন্য ঘোষণা করেন ১০ ই অক্টোবর থেকে গ্রাহকদের দিতে হবে ৬ পয়সা করে , Jio র নম্বর থেকে অন্য কোনো নম্বরে ফোন করলে। ঘোষনার পর থেকে সব ব্যাবসায়ীরা সুযোগ পেয়ে যায় jio থেকে গ্রাহকদের বের করে আনার। তাই jio র মালিক আবার ঘোষণা  করেন যে কোনো পয়সা তাদের দিতে হবে না মাসিক ফ্রি রিচার্জ করা থাকলে। এগুলি হলো ২২২,৩৩৩,৪৪৪। 



২২২ টাকা : এই রিচার্জের বৈধতা ২৮ দিন। প্রতিদিন ২ জিবি হাইস্পিড ইন্টারনেট। মোট ১,০০০ মিনিট পর্যন্ত নন-জিও মোবাইল নম্বরে ফোন করার সুবিধা। তা পেরিয়ে গেলে প্রতি মিনিটে ৬ পয়সা করে দিতে হবে। জিও-টু-জিও কল আনলিমিটেড। প্রতিদিন ১০০টি এসএমএস।





৩৩৩ : বৈধতা ৫৬ দিন। প্রতিদিন ২ জিবি হাইস্পিড ইন্টারনেট। মোট ১,০০০ মিনিট পর্যন্ত নন-জিও মোবাইল নম্বরে ফোন করার সুবিধা। পেরিয়ে গেলে প্রতি মিনিটে ৬ পয়সা করে দিতে হবে। জিও-টু-জিও কল আনলিমিটেড। প্রতিদিন ১০০টি এসএমএস।





৪৪৪ : বৈধতা ৮৪ দিন।প্রতিদিন ২ জিবি হাইস্পিড ইন্টারনেট। ১,০০০ মিনিট পর্যন্ত নন-জিও মোবাইল নম্বরে ফোন করার সুবিধা। পেরিয়ে গেলে প্রতি মিনিটে ৬ পয়সা করে দিতে হবে। জিও-টু-জিও কল আনলিমিটেড। প্রতিদিন ১০০টি এসএমএস।

Comments

Popular posts from this blog

নিম্মচাপ আবার ধেয়ে আসছে পুজোর ৫ দিন

বলিউড তারকা অনুষ্কার এই ব্যাগের দাম কত জানলে অবাক হবেন