অপরাধী ধর্ষকের শরীরে দেয়া হবে নপুংসক ইঞ্জেকশন, পাশ হল নতুন আইন

KnowlageBook নিউজ পোর্টাল: 
ধর্ষণ যেন আজ মহামারীর রূপ ধারণ করেছে। কোনো সাজাই দমাতে পারছে না ধর্ষকদের এই ঘৃণ্য কাজ। এবার শিশু ধর্ষণ রুখতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে পাস হয়েছে এক নতুন আইন। ১৩ বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণ করলে ধর্ষককে ইঞ্জেকশন দিয়ে বা ওষুধের মাধ্যমে একেবারে নপুংসক করে দেওয়া হবে, বলা হয়েছে এই আইনে।



১৩ বছরের কম বয়সী শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচাতেই এই আইন পাশ করা হয়েছে। এই ইঞ্জেকশনের বিশেষত্ব হচ্ছে একবার শরীরে পুশ করলে ধর্ষক আর দ্বিতীয়বার কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবে না৷ সারা জীবনের জন্য সে হয়ে যাবে নপুংসক। বাকি জীবন বয়ে বেড়াতে হবে নিজের এই পাপের ভয়ানক শাস্তি।





ওই আইনে বলা হয়েছে, অপরাধী যতদিন জেলে থাকবেন ততদিন তাকে ইঞ্জেকশন দেয়া হবে না। তবে প্যারোলে জেল থেকে ছাড়া পাওয়ার পর তার শরীরে এই ইঞ্জেকশন পুশ করা হবে। যদি দোষী কোনো কারণে ইঞ্জেকশন নিতে রাজি না হন, তবে আজীবন তাকে জেলেই থাকতে হবে৷ তিনি আর কখনোই জেলের বাইরে আসতে পারবেন না।

Comments

  1. বাংলাদেশে এই আইন চালুকরা উচিত

    ReplyDelete
  2. বাংলাদেশেও এইআইনচালুকরা উচিত

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

নিম্মচাপ আবার ধেয়ে আসছে পুজোর ৫ দিন

দুই বছর ধরে নিখোঁ’জ ১০ বছরের শি’শু, একদিন বাবার চোখ পড়ল আলমা’রিতে