Popular posts from this blog
নিম্মচাপ আবার ধেয়ে আসছে পুজোর ৫ দিন
নিম্মচাপ আবার ধেয়ে আসছে পুজোর ৫দিন,বছরের পাঁচটা দিন সবাই অপেক্ষা করে থাকে দূর্গা পূজা নিয়ে । কিন্তু এ বছরেও পুজোতে বাধা সৃষ্টি করতে আসছে নিম্মচাপ আবহাওয়া দপ্তর জানালো । ষষ্ঠী থেকে দশমী পযন্ত নিন্মচাপ থাকবে । এবং কলকাতায় সপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভবনা আছে । তবে বছরের এই পাঁচটা দিন আমরা বৃষ্টির ভয় পেয়ে থাকবো না , মাকে দর্শন করবই আমরা ।
বলিউড তারকা অনুষ্কার এই ব্যাগের দাম কত জানলে অবাক হবেন
বিরাট কলির বৌ অনুষ্কা শর্মা । ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটি অরুন জেটলির নামে । কেন্দ্রীয় মন্ত্রীর নামে স্টেডিয়ামেরে নাম করণের অনুষ্ঠানে আসার জন্য পৌঁছলেন বিরাট কলি এবং তার বৌ অনুষ্কা শর্মা । দিল্লি অনুষ্ঠান সেরে আবার মুম্বাইতে পৌঁছায় অনুষ্কা । বিমানবন্দরে সে একটি বাদামি রঙের সুটে এবং চোখে চশমা পরে যখন হেটে যায় অনুষ্কা তখন তার হাতে একটি বারবিরের ব্যাগ দেখা যায় , যার দাম ৯৮ , ৮৩৬ . ৫৫ হাজার টাকা কি অবাক হলেন তো অনুষ্কার ব্যাগের দাম শুনে । অনুষ্কা শর্মা কে শারুক খানের ZERO তে শেষ দেখা গিয়েছে । এখন অনুষ্কা শর্মার...
Comments
Post a Comment