বিরাট কলির বৌ অনুষ্কা শর্মা । ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটি অরুন জেটলির নামে। কেন্দ্রীয় মন্ত্রীর নামে স্টেডিয়ামেরে নাম করণের অনুষ্ঠানে আসার জন্য পৌঁছলেন বিরাট কলি এবং তার বৌ অনুষ্কা শর্মা। দিল্লি অনুষ্ঠান সেরে আবার মুম্বাইতে পৌঁছায় অনুষ্কা। বিমানবন্দরে সে একটি বাদামি রঙের সুটে এবং চোখে চশমা পরে যখন হেটে যায় অনুষ্কা তখন তার হাতে একটি বারবিরের ব্যাগ দেখা যায়,
যার দাম ৯৮,
৮৩৬.
৫৫ হাজার টাকা
কি অবাক হলেন তো অনুষ্কার
ব্যাগের দাম শুনে।
অনুষ্কা শর্মা কে শারুক
খানের ZERO তে শেষ দেখা
গিয়েছে । এখন
অনুষ্কা শর্মার হাতে কোনো
সিনেমা রোয়েছে কি না
খবর পাওয়া যায় নি।
Comments
Post a Comment