নিম্মচাপ আবার ধেয়ে আসছে পুজোর ৫ দিন
নিম্মচাপ আবার ধেয়ে আসছে পুজোর ৫দিন,বছরের পাঁচটা দিন সবাই অপেক্ষা করে থাকে দূর্গা পূজা নিয়ে। কিন্তু এ বছরেও পুজোতে বাধা সৃষ্টি করতে আসছে নিম্মচাপ আবহাওয়া দপ্তর জানালো ।
ষষ্ঠী
থেকে দশমী পযন্ত নিন্মচাপ
থাকবে। এবং
কলকাতায় সপ্তমীর দিন ভারী বৃষ্টির
সম্ভবনা আছে। তবে বছরের এই
পাঁচটা দিন আমরা বৃষ্টির
ভয় পেয়ে থাকবো না ,মাকে
দর্শন করবই আমরা।
Comments
Post a Comment