বেলা ১২ টা থেকে ২টো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ।



মাধ্যমিক পরীক্ষার সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর থেকে অন্তত ২ ঘন্টা খানেক তো বন্ধ থাকবে ,বেলা ১২ তা থেকে দপুর ২তো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা  বন্ধ থাকবে ।

সূচনা  :
পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হোয়াটসঅ্যাপে মাধ্যমে প্রশ্ন বেরিয়ে আসছিল ,এর পর প্রশ্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছিল এবং সব উত্তর পাঠিয়ে দেওয়া হচ্ছিল,ফলে  টুকলির প্রবণতা খুব বাড়ছিল ।


গত কয়েক বছরে কিছু কিছু রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়াতে ভালো সাফল্য পাওয়া গিয়েছে। তাই এই বছর হোয়াটসঅ্যাপে  প্রশ্ন ফাঁস আটকাতে এই সিধান্ত নেওয়া হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে ৪২ টি রাজ্যে ,এর মধ্যে রয়েছে  মুর্শিদাবাদ  বীরভূম ,মালদা ,দিনাজপুরের বিভিন্ন জায়গা , উঃ ২৪ পরগনা ,দক্ষিণ ২৪ পরগনা  আরো বিভিন্ন জেলাতে। Broadband বা অন্যান কোম্পানির NET পরিষেবা পাওয়াযাবে।  ব্যাঙ্ক বা  office এর কাজে কোনো বাধা পড়বে না ,


 কারণ : 
পরীক্ষা রুমে যাতে পরিক্ষাত্রীদের কোনো রকম ,সমস্যার সম্মুখীন না হতে হয় , এই জন্য প্রশাসক পরীক্ষাথীদের জন্য উদ্যোগ নিয়েছে।





Comments

Popular posts from this blog

নিম্মচাপ আবার ধেয়ে আসছে পুজোর ৫ দিন

বলিউড তারকা অনুষ্কার এই ব্যাগের দাম কত জানলে অবাক হবেন