নিম্মচাপ আবার ধেয়ে আসছে পুজোর ৫ দিন
নিম্মচাপ আবার ধেয়ে আসছে পুজোর ৫দিন,বছরের পাঁচটা দিন সবাই অপেক্ষা করে থাকে দূর্গা পূজা নিয়ে । কিন্তু এ বছরেও পুজোতে বাধা সৃষ্টি করতে আসছে নিম্মচাপ আবহাওয়া দপ্তর জানালো । ষষ্ঠী থেকে দশমী পযন্ত নিন্মচাপ থাকবে । এবং কলকাতায় সপ্তমীর দিন ভারী বৃষ্টির সম্ভবনা আছে । তবে বছরের এই পাঁচটা দিন আমরা বৃষ্টির ভয় পেয়ে থাকবো না , মাকে দর্শন করবই আমরা ।